Home » Sports » রোনালদো বললেন আসলেই তাঁকে নিয়ে কান্নাকাটির কিছু নেই

রোনালদো বললেন আসলেই তাঁকে নিয়ে কান্নাকাটির কিছু নেই

ইসকো রোনালদোকে নিয়েই বলেছিলেন, ‘যে চলে যেতে চেয়েছে, তাকে নিয়ে কান্নাকাটি করার কি আছে?’ তারই উত্তরটা দিয়ে দিলেন রোনালদো নিজেই

চ্যাম্পিয়নস লিগে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, মাঠে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। কিন্তু এক সঙ্গে নয়। ৯ বছরের সম্পর্ক শেষে রিয়াল-রোনালদো দুটি পথ এখন আলাদা। কিন্তু এত বছরের যে সম্পর্ক, তা কি আলাদা করতে চাইলেই কি আলাদা করা যায়? যায় না, অন্তত সংবাদমাধ্যমের সামনে তো নয়ই। রিয়াল মাদ্রিদ আর রোনালদোকে তাই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে সবাই।

রিয়াল মাদ্রিদের এই ঘোর দুঃসময়ে রোনালদোকে নিয়ে নানা প্রশ্ন ঘুরে ফিরেই উঠছে নানা সংবাদ সম্মেলনে গতকাল এ ব্যাপারে ইসকো একটু কড়া করেই বলেছেন, যে আমাদের ছেড়ে চলে গিয়েছে, তাকে নিয়ে কান্নাকাটি করার কিছু নেই। চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে মনে করিয়ে দেওয়া হলো ইসকোর কথাটা। তার জবাব এক লাইনেই সেরেছেন রোনালদো, ‘হ্যাঁ, সে ঠিকই বলেছে। এটি নিয়ে তো কান্নাকাটির কিছু নেই।’

জুভেন্টাসে যাওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের পার্থক্য নিয়ে কথা উঠেছে বারবার। কিন্তু বরাবরের মতোই মুখে কুলুপ এঁটে আছেন রোনালদো। বর্তমান রিয়াল আর জুভেন্টাসের তুলনা কোনোভাবেই টানতে চাচ্ছেন না রোনালদো, ‘আমি রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসের তুলনা করতে চাচ্ছি না, দুটিই দুর্দান্ত দল ও অনেক বড়। জুভেন্টাস ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের পর জুভেন্টাস আমার জীবনের আরেকটি অধ্যায়।’

রোনালদো ছাড়া এই মৌসুমে ইতিমধ্যে লিগের পয়েন্ট তালিকার সাতে চলে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাবের বর্তমান অবস্থা নিয়ে অবশ্য কিছু বলতে নারাজ, ‘রিয়াল মাদ্রিদের ব্যাপারে জিজ্ঞেস করার সময় এটা নয়। আর আমি রিয়ালকে নিয়ে কথা বলার কেউ না।’