Featured

ক্ষমতায় যেই আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

By admin

November 07, 2018

সরকারের ধারাবাহিকতা থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ ভোট দিলে সরকারে থাকবো, না দিলে নেই। তবে, ক্ষমতায় যেই আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।’ বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে ২৫ টি রাজনৈতিক দলের সঙ্গে আওয়ামী লীগের চলমান সংলাপে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোনও সংঘাত ছাড়াই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে সমুদ্র বিজয় এবং ভারতের সঙ্গে ছিট মহল বিনিময় সম্পন্ন হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে।’

সরকার প্রধান বলেন, ‘জনগণ ভোট দিলে পুনরায় সরকার গঠন করবো, না দিলেও আফসোস নেই। যারাই ক্ষমতায় আসুক, তারা যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখে।’